নারায়ণগঞ্জে কৃষিখাতে ৪০ লাখ টাকা প্রণোদনা ঋণ বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কৃষি খাতে ৪০ লাখ টাকা প্রণোদনা ঋণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। কৃষি ব্যাংকের উদ্যোগে ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তৃতা প্রতিযোগীতার বিজয়ীদের পুরষ্কার বিতরণসহ নানা কর্মসূচি ও ঋণ বিতরণের আয়োজন করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারে সভাপতিত্বে অনুষ্ঠিত একর্মসূচিতে প্রধান অতিথি জেলা প্রসাশক মো: জসিম উদ্দিন ১৬ জন ফুল চাষীকে ১৯ লাখ ৮৫ হাজার টাকা, ২ লাখ টাকা করে ৮টি ডেইরি খামারীকে ১৬ লাখ টাকা ও ১ জন মত্স খামারীকে ৩ লাখ টাকা ঋণ দেন ৪ শতাংশ সার্ভিস চার্জে। তাছাড়া উপজেলার হাজীপুর এলাকার প্রতিবন্ধী শিরিনের পরিবারকে ১ লাখ ১৬ হাজার টাকাও প্রদান করা হয়।
আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-সরকারি দপ্তরে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান, প্রতিবন্ধী কার্ড বিতরণ, উপজেলা পরিষদ জামে মসজিদের সংষ্কার কাজের উদ্বোধন, জেলা ত্রাণ গুদাম কাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃষি খাতে প্রণোদনা ঋণ বিতরণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইসহাক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম,এ রশিদ, কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো: জাহিদ হোসেন, বন্দর উপজেলা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুসহ প্রমূখ।
ফেসবুক থেকে মন্তব্য করুন