ডেমরায় করোনা ভাইরাস প্রতিরোধে দিশির জিবাণুনাশক স্প্রে কার্যক্রম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরায় করোনা ভাইরাস প্রতিরোধে আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরিন মোস্তফা দিশির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে জিবাণুনাশক স্প্রে করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডিএসসিসি’র ৬৭ ও ৬৮ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদ, মন্দির ও বাজারে এ জিবাণুনাশক স্প্রে ছিটানো হয়।
এসময় নেহরিন মোস্তফা দিশির এই মহতি উদ্যোগকে সবাই স্বাগত জানিয়ে বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া করা হয়।
এ কার্যক্রমটি সফল ভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন, সাবেক বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সহ-সভাপতি আবু নাঈম খন্দকার, সাবেক সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম খন্দকার, সাবেক সারুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আহমদুর রিফাত, ডেমরা থানা পরিবহন শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল, সাবেক ডেমরা থানা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, ডেমরা থানা তৃনমূল লীগের সাধারন সম্পাদক সোহেল মিয়া, ৬৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রুবেল বক্স, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি সাইদুল ইসলাম, ৬৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল হাই জিন্টু, নাজমুল হোসেন, লতিফ আহমেদ আকাশ, ফকরুল ইসলাম, ৬৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো: বাবুল, ও ওসমান গণিসহ প্রমূখ।
ফেসবুক থেকে মন্তব্য করুন