ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করায় বৃদ্ধ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করায় তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (২৮ জুন) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পাইনাদী নতুন মহল্লায় নিজ ব্যবসায়ীক অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ঐ ব্যক্তির নাম আমির হোসেন পাটোয়ারী। সে ঐ এলাকার মোহম্মদ উল্লাহ পাটোয়ারীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রচারণার মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করায় তাকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়েছে। উক্ত মামলায় সে পলাতক ছিল।
ফেসবুক থেকে মন্তব্য করুন