সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ-এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে তৃতীয় ধাপের চলমান করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্কসহ নিরাপত্তা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট এলাকায় এ কার্যক্রমের শুরু করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া।
এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ ও করোনার তৃতীয় ধাপ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান হাজী ইয়াছিন মিয়া।
উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি রমজান হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক হৃদয় চৌধুরী, প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউদ্দিন সফু, ক্রীড়া সম্পাদক রবিন, কার্যকরী সদস্য হযরত আলী, রুহুল আমিন, যুবলীগ নেতা আ: রহিম, রবিউল, মাহমুদ, সাঈদ, ইব্রাহীম, সজীব, তুষারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
ফেসবুক থেকে মন্তব্য করুন