ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ আওয়ামী মহিলালীগের নেত্রীদের পূস্পার্ঘ অর্পন

ডেমরা প্রতিনিধি ঃ অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পূস্পার্ঘ অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী মহিলালীগের নেত্রীরা। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিন এর যুগ্ন সাধারণ সম্পাদক রোখসানা আক্তারের নেতৃত্বে ২১ শে ফেব্রুয়ারী সকালে র্যালী শেষে ডেমরার শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন নেত্রীরা। এ সময়ে সকল ভাষা শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন রাশিদা আক্তার শান্তা, রুজিনা আক্তার, নাসিমা আক্তার, শাহিদা সুলতানা, লেছু আক্তারসহ অন্যান্য নেত্রীরা।
রোখসানা আক্তার বলেন, এ মহান দিনে গভীর শ্রদ্ধায় স্মরন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরন করছি যে সকল বীর বাঙ্গালী মায়ের ভাষার মান রাখতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাঙ্গালী জাতিকে স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রতিষ্ঠা করেছেন। তাদের প্রত্যেকের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এ দেশ আমাদের সকলের, সকলে মিলেমিশে কাজ করে দেশকে আরও সমৃদ্ধশালী করতে হবে।
ফেসবুক থেকে মন্তব্য করুন