সবাই উত্সবের আমেজে টিকা নিচ্ছে: প্রধানমন্ত্রী

সান মিশন প্রতিবেদন: শুরুর দিকে অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এখন সবাই উত্সবের আমেজে করোনার টিকা নিচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৪ ফেব্রুয়ারী) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যানসার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, টিকা নেওয়ার ব্যাপারে অনেকের একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল; তবে সাহসী ভূমিকা রেখেছে আমাদেরৃ নার্স রুনু ভেরোনিকা কস্তা। তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর এখন আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন সবাই খুব আগ্রহভরে উত্সব মনে করে চলে আসছে টিকা নিতে।
শেখ হাসিনা আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলা করার জন্য তাত্ক্ষণিকভাবে একেবারে প্রথমে সাত দিনের মধ্যে আমরা দুই হাজার ডাক্তার, ছয় হাজার নার্স নিয়োগ দিয়েছি এবং টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি। এবং ভবিষ্যতে আরও নিয়োগ দেওয়ার পদক্ষেপও আমরা নিয়েছি; যেন আমাদের দেশের মানুষ অন্তত এই চিকিত্সাটা পায়, তার ব্যবস্থাটা আমরা নিয়েছি।
ফেসবুক থেকে মন্তব্য করুন