সিদ্ধিরগঞ্জে পেশাদার ছিনতাইকারী জসিম গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো: জসিম (৩৫) নামে একাধিক মামলার আসামি ও পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার (১ ফেব্রুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বাড়ির সামনের গলি থেকে তাকে আটক করা হয়।
আটক জসিম সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার আবু সাঈদ এর ছেলে। তার কাছ থেকে ১৩ ইঞ্চি লম্বা স্টেইনলেস স্টীলের তৈরি একটি সুইচ গিয়ার চাকু ও ছিনতাইকৃত দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম একজন পেশাধার ছিনতাইকারী। সে যুবলীগ পরিচয়দানকারী মাদক ব্যবসায়ী ফারুক ওরফে টাইগার ফারুকের ভাই।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, কতিপয় দুষ্কৃতিকারি দেশীয় অস্ত্র নিয়ে দস্যুতা সংগঠিত করার জন্য টিসি রোড এলাকায় সমবেত হয়েছে, এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে। দৌড়ে পালিয়ে যায় আরো তিন জন। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, আটক জসিমের বিরুদ্ধে পেনাল কোড আইনের ৩৯৩/৪১৩ ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ফেসবুক থেকে মন্তব্য করুন